
		নিজেদের মাঠে ভারতের বিপক্ষে দুই ফরম্যাটের সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। এক ম্যাচ বাকি থাকতেই ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা। মূলত ভারতের সঙ্গে খেললেও অস্ট্রেলিয়ার নজর আসন্ন অ্যাশেজ সিরিজে। যার জন্য তারা ক্রিকেটারদের লাল বলের ঘরোয়া ক্রিকেটে প্রস্তুতির জন্য পাঠাচ্ছে। ফলে ভারত সিরিজে অবশিষ্ট ওয়ানডে ম্যাচ ও পাঁচটি টি-টোয়েন্টিতে ক্রিকেটাররা থাকবেন যাওয়া-আসার মধ্যে।
আগামীকাল শনিবার (২৫ অক্টোবর) সিডনিতে অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। এর আগেই দল থেকে বাদ পড়েছেন মার্নাস লাবুশেন। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার জ্যাক এডওয়ার্ডস ও বাঁহাতি স্পিনার ম্যাথু কুনেম্যান। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের সুবাদেই সুযোগ পেয়েছেন ২৩ বছর বয়সী এডওয়ার্ডস, যার এখনও আন্তর্জাতিক অভিষেক হয়নি।
সংক্ষিপ্ত ফরম্যাটের স্কোয়াডেও কয়েকটি পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। আগে ঘোষিত স্কোয়াডে থাকা পেসার জশ হ্যাজলউড প্রথম দুই ম্যাচ এবং শন অ্যাবট তিন ম্যাচ পরই জাতীয় দল ছাড়বেন।
ইনজুরি কাটিয়ে তৃতীয় ম্যাচ থেকে টি-টোয়েন্টি দলে যুক্ত হবেন গ্লেন ম্যাক্সওয়েল। এ ছাড়া বেন দারউইশ চতুর্থ-পঞ্চম, জশ ফিলিপ সিরিজের সব ম্যাচ এবং মাহলি বেয়ার্ডম্যানকে তৃতীয় ম্যাচ থেকে ডাকা হয়েছে।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল
মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, মাহলি বেয়ার্ডম্যান (শেষ তিন ম্যাচ), জাভিয়ের বার্টলেট, টিম ডেভিড, বেন ডারউইশ (শেষ দুই ম্যাচ), নাথান এলিস, জশ হ্যাজলউড (প্রথম দুই ম্যাচ), ট্রাভিস হেড, জশ ইংলিস (উইকেটরক্ষক), ম্যাথু কুনেমান, মিচেল ওয়েন, জশ ফিলিপ (উইকেটরক্ষক), ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।
মন্তব্য করুন