
		মেয়েদের চলমান ওয়ানডে বিশ্বকাপে আজ সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। কিন্তু এ ম্যাচের আগে গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন দুই ক্রিকেটার।
ইন্দোরে হোটেল থেকে ক্যাফের দিকে যাওয়ার পথে এক মোটরসাইকেল আরোহীর হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
গুরুতর এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।
এনডিটিভি উল্লেখ করেছে, দলের অন্যান্য সদস্যের সঙ্গে র্যাডিসন ব্লু হোটেলেই ছিলেন ওই দুই ক্রিকেটার। কফিশপে যাওয়ার পথে এক মোটরসাইকেল আরোহী তাদের পিছু নেয়। একপর্যায়ে সেই আরোহী দুই ক্রিকেটারকে অশালীনভাবে স্পর্শ করে ও দ্রুত পালিয়ে যায়।
বিরূপ পরিস্থিতিতে ওই দুই ক্রিকেটার জরুরি সহায়তা চেয়ে নিরাপত্তা সদস্যের কাছে বার্তা পাঠান। খবর পেয়ে নিরাপত্তা কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এ ঘটনায় অস্ট্রেলিয়া নারী দলের নিরাপত্তা ব্যবস্থাপক ড্যানি সিমন্স বৃহস্পতিবারই এমআইজি থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ মামলা গ্রহণ করে।
দেশটির সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শুক্রবার খাজারানা রোড এলাকায় ঘটে যাওয়া ওই ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
খবর পেয়ে সহকারী পুলিশ কমিশনার হিমানি মিশ্রা ওই দুই ক্রিকেটারের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের জবানবন্দি নেন। পরবর্তীতে ভারতীয় ন্যায় সংহিতার ৭৪ ও ৭৮ নং ধারার অধীনে এমআইজি থানায় মামলা দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে থাকা এক প্রত্যক্ষদর্শী অভিযুক্তের মোটরসাইকেলের নম্বর নোট করে রেখেছিলেন। সেই সূত্র ধরে আকিল খানকে গ্রেপ্তার করে পুলিশ। সহকারী পুলিশ কমিশনার মিশ্রা জানিয়েছেন, আকিল খানের বিরুদ্ধে এর আগেও একাধিক অপরাধমূলক মামলা রয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে বলেও জানিয়েছেন তিনি।
মন্তব্য করুন