
		নানা নাটকীয়তার পর মাঠে গড়িয়েছে দেশের ক্রিকেটে সবচেয়ে পুরোনো প্রথম শ্রেণির টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৭তম আসর। এদিন খুলনার মাঠে খেলতে নেমেছে বরিশাল। আর এদিন ম্যাচে অসুস্থ হয়ে মাঠে লুটিয়ে পড়েন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ফজলে মাহমুদ রাব্বি।
শনিবার (২৫ অক্টোবর) ম্যাচের প্রথম সেশনের ১৯তম ওভারে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন বরিশালের ক্রিকেটার রাব্বি। এ সময় আচমকা মাটিতে লুটিয়ে পড়েন তিনি। বেশ বিচলিত হয়ে দৌড়ে ছুটে যান প্রতিপক্ষ দলের ব্যাটার সৌম্য সরকার।
এরপর স্ট্রেচারে শুইয়ে অ্যাম্বুলেন্সে তোলা হলেও পরবর্তী সময়ে ভালো অনুভব করায় হাসপাতালে যেতে হয়নি রাব্বিকে। জানা যায়, গরমের কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। ৭ বছর আগে জাতীয় দলের হয়ে দুই ম্যাচ খেলেছেন রাব্বি।
ম্যাচ রেফারি আখেরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে জানান, ভালো অনুভব করায় হাসপাতালে নেওয়া হয়নি রাব্বিকে। পরে আরও বিস্তারিত জানানো হবে।
মন্তব্য করুন