
		ফুটবল ইতিহাসে নতুন মাইলফলক ছুঁয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শনিবার রাতে সৌদি প্রো লিগে আল নাসরের জার্সিতে গোল করে তিনি পেশাদার ফুটবলে প্রথম খেলোয়াড় হিসেবে ৯৫০ গোলের কীর্তি গড়েছেন।
আল ফাতেহের বিপক্ষে ২-০ গোলের জয়ে দলের পক্ষে একটি গোল করেন রোনালদো, অন্যটি করেন সহদেশি জোয়াও ফেলিক্স। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লিখেছেন,দলকে সাহায্য করতে পেরে এবং ৯৫০ গোল করতে পেরে আমি আনন্দিত। সব সময় আরও বড় অর্জনের ক্ষুধায় আছি।
আইএফএফএইচএসের (IFFHS) পরিসংখ্যান অনুযায়ী, পেশাদার ফুটবলে রোনালদোর ধারে-কাছেও নেই কেউ।
তবে পেলের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে থাকা মোট গোলসংখ্যা ১,২৮১যার মধ্যে ক্লাবের অনানুষ্ঠানিক প্রীতি ম্যাচ ও ট্যুরের গোলও অন্তর্ভুক্ত।
রোনালদো আগেই ঘোষণা দিয়েছিলেন, এক হাজার গোল না করে তিনি থামবেন না। ৯৫০ গোল ছুঁয়ে সেই লক্ষ্য পূরণের পথে আরও একধাপ এগিয়ে গেলেন তিনি।
মন্তব্য করুন