মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক বাবর আজম

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০১:০৮ পিএম

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরেই রেকর্ডের মালিক হলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৯ রান করে ভারতের রোহিত শর্মাকে পেছনে ফেলে তিনি এখন টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক পাকিস্তানি এই ব্যাটসম্যান।

শুক্রবার (৩১ অক্টোবর)লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাবর আজমের এই রেকর্ড গড়ার দিনে সাইম আইয়ুবের অপরাজিত ৭১ রানের ইনিংসে ভর করে ৪১ বল বাকি থাকতে ৯ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে পাকিস্তান।

ম্যাচে জয়ের জন্য মাত্র ১১১ রানের লক্ষ্য তাড়া করতে নামে পাকিস্তান। গ্যালারিতে তখন থেকেই বাবর আজমের ব্যাটিং দেখতে ‘বাবর, বাবর’ স্লোগান শোনা যাচ্ছিল। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে বাবরের প্রয়োজন ছিল মাত্র ৯ রান। তিনি মাঠে নেমেই প্রথম বলে অসাধারণ এক কাভার ড্রাইভে চার মারেন। এরপর আরও ১১ বল খেলে তিনি রোহিত শর্মাকে ছাড়িয়ে যান।

বাবরের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রান এখন ১২৩ ইনিংসে ৪২৩৪। এর আগে ১৫১ ইনিংসে ৪২৩১ রান নিয়ে শীর্ষে ছিলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেয়া রোহিত শর্মা। এই তালিকায় ৩ নম্বরে আছেন বিরাট কোহলি (১২৫ ইনিংসে ৪১৮৮)। তালিকার পরের নামটা জস বাটলারের। ইংলিশ এই তারকা ১৪৪ ইনিংসে করেছেন ৩৮৬৯ রান। শীর্ষ পাঁচের সর্বশেষ ব্যাটার আয়ারল্যান্ডের পল স্টার্লিং। ১৫৩ ম্যাচে ৩৭১০ রান রয়েছে তার নামের পাশে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শীর্ষ পাঁচ সর্বোচ্চ রান সংগ্রাহক- বাবর আজম- ৪২৩৪ রান রোহিত শর্মা- ৪২৩১ রান বিরাট কোহলি- ৪১৮৮ রান জস বাটলার- ৩৮৬৯ রান পল স্টার্লিং- ৩৭১০ রান

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা