বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

ভ্রমণে সৌদি হয়ে উঠছে বাংলাদেশিদের জনপ্রিয় গন্তব্য 

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৬ পিএম

অবকাশযাপন, বোমাঞ্চ বা সাংস্কৃতিক বৈচিত্র্য উপভোগ করতে দূরদুরান্তের মানুষ এখন সৌদিতে ভিড় জমাচ্ছেন। পিছিয়ে নেই বাংলাদেশি পর্যটকরাও। সৌদির করা সাম্প্রতিক আয়োজন ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে ভ্রমণ-পিপাসুদের মাঝে। ইতিহাসসমৃদ্ধ, প্রাকৃতিক বৈচিত্রে ভরপুর একটি অঞ্চল এটি। আবহাওয়া, ভাষাগত ও অন্যান্য জটিলতার কারণে তা ভ্রমণে খুব একটা সহজলভ্য ছিলনা।

সম্প্রতি দেশটি পর্যটনপ্রেমীদের জন্য বিশেষভাবে আকর্ষণীয় হয়ে উঠছে পর্যটন ব্র্যাান্ড ‘সৌদি: ওয়েলকাম টু এরাবিয়া’ এর বদৌলতে। ঢাকার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় হজ ও উমরাহ মেলায় সৌদি ট্যুরিজম কর্তৃপক্ষ তাদের এই জাতীয় পর্যটন ব্র্যান্ডটি নিয়ে অংশগ্রহণ করে। মেলায় সৌদির বিভিন্ন পর্যটন ও সাংস্কৃতিক আকর্ষণ দর্শকদের সামনে তুলে ধরা হয়। হজ ও উমরাহ-এর পাশাপাশি যারা সৌদির অজানা ঐতিহাসিক, পর্যটন ও সাংস্কৃতিক আকর্ষণগুলো সম্পর্কে জানতে বা উপভোগ করতে আগ্রহী, তাদের জন্য বিভিন্ন ভ্রমণ প্যাকেজ অফার করা হয়। মোট পাঁচটি প্রতিষ্ঠান সৌদি ট্যুরিজম কর্তৃপক্ষের ট্রেড পার্টনার হিসেবে সৌদি লোহিত সাগর ক্রুজ থেকে শুরু করে দিনব্যাপী সিটি ও প্রাকৃতিক পরিবেশে ট্যুরসহ বৈচিত্র্য্ময় বিভিন্ন অবকাশ প্যাকেজ অফার করে বাংলাদেশিদের জন্য উপযোগী উমরাহ্ প্লাস প্যাকেজের মাধ্যমে।

মেলা ভিজিটকারী কয়েক হাজার দর্শক সৌদির বিভিন্ন ভ্রমণ প্যাকেজের ব্যাপারে ব্যাপক আগ্রহ প্রকাশ করে। ২০৩০ সালের মধ্যে দেশটিকে একটি বৈশ্বিক পর্যটন হাব হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে প্যাকেজগুলোতে সৌদির সমৃদ্ধ ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য, আধুনিক আতিথেয়তা ইত্যাদির সমন্বয় করা হয়েছে।

খায়বার, আলউলা ও মাদাইন সালেহ (হিজরা), জেদ্দা, সৌদি লোহিত সাগর, তায়েফ, বদরের যুদ্ধক্ষেত্র-সহ অত্যন্ত জনপ্রিয় পর্যটনস্থানগুলোকে কেন্দ্র করে ২০৩০ সালের মধ্যে প্রতি বছর বাংলাদেশ থেকে ৩০ লক্ষাধিক ভ্রমণকারীকে স্বাগত জানানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে। এজন্য ভিসা প্রক্রিয়াকে আরো সহজ ও দ্রুততর করা হয়েছে, যাতে ভ্রমণকারীরা নির্ঝঞ্ঝাটে ওমরাহ পালনের পাশাপাশি সৌদির পর্যটন অফারগুলো উপভোগ করতে পারেন।

২০১৯ সাল থেকে সৌদি আরব পর্যটক ভিসা চালু করেছে যা বাংলাদেশীরা অনলাইন আবেদনের মাধ্যমে পেতে পারে। সৌদি ভ্রমণ এখন আগের তুলনায় আরো সহজ ও সুবিধাজনক। উভয় দেশের মধ্যে সপ্তাহে ৫০টির অধিক ফ্লাইট চলাচল করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সেন্টমার্টিন খুললেও পর্যটকদের যাত্রায় অনিশ্চিত
সেন্টমার্টিন খুললেও পর্যটকদের যাত্রায় অনিশ্চিত
১লা নভেম্বর থেকে কোন জাহাজ ছাড়ছে না সেন্টমার্টিনের উদ্দেশ্যে
১লা নভেম্বর থেকে কোন জাহাজ ছাড়ছে না সেন্টমার্টিনের উদ্দেশ্যে
জার্মানির ভিসা আবেদনকারীদের জন্য দূতাবাসের সতর্কবার্তা
জার্মানির ভিসা আবেদনকারীদের জন্য দূতাবাসের সতর্কবার্তা
সেন্টমার্টিন উন্মুক্ত হচ্ছে শনিবার, মানতে হবে ১২ নির্দেশনা
সেন্টমার্টিন উন্মুক্ত হচ্ছে শনিবার, মানতে হবে ১২ নির্দেশনা