
		হবিগঞ্জ সংবাদদাতা: সাংবাদিক জুলকারনাইন সায়েরকে ৪৮ ঘন্টার মধ্যে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ। তিনি আজ শনিবার সকাল ১১টায় হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান। গত ২১ ডিসেম্বর জুলকার নাইন সায়ের তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে জিকে গউছ ও তার ভাইদের জড়িয়ে একটি পোস্ট করেন। সংবাদ সম্মেলনে উল্লেখ করেন, তিনি হবিগঞ্জ-৩ আসনে আগামী সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। নির্বাচনের পূর্বে অপমান অপদস্থকরার জন্য একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত রয়েছে।
তার বিরুদ্ধে প্রচারিত মিথ্যা ফেসবুক পোষ্ট এর তীব্র প্রতিবাদ জানিয়ে জুলকার নাইনকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে তার ফেসবুক পোষ্টটি প্রত্যাহার করে তাকে পুনরায় ফেসবুক পোষ্টের মাধ্যমে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনার জন্য জিকে গউছ আহ্বান জানান। পাশাপাশি পোস্টটি প্রত্যাহার না করলে সাইবার আইনে মামলা দায়ের করবেন বলে তিনি জানিয়েছেন।
মন্তব্য করুন