মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশকে মরুভূমি বানিয়েছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪০ পিএম

বরগুনা সংবাদদাতা: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, যারা আওয়ামী লীগ করবেন আমি বলব করেন। কিন্তু শেখ হাসিনা বা তার ফ্যামিলির নেতৃত্বে নয়। কারণ তারা প্রথম থেকেই তাদের (ভারতের) দাসত্বের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের মানুষের জন্য কোনো কল্যাণের কাজ করেনি। আমাদের দেশকে বিকিয়ে দিয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরগুনা পৌরসভার আবুল হোসেন ঈদগাহ ময়দানে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্কের বিষয়ে রেজাউল করীম বলেন, ১৬ ডিসেম্বর যেখানে আমরা বাংলাদেশের বিজয় দিবস পালন করে থাকি সেখানে ভারতও পালন করে। নরেন্দ্র মোদি সেদিন বললেন যে ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হয়েছে এবং সেই যুদ্ধে ভারত বিজয় লাভ করেছে। আমাদের পাশের রাষ্ট্র ভারত আমাদের বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক থাকবে বন্ধুত্ব। কিন্তু আমরা সেই বন্ধুত্বের সম্পর্ক করতে পারছি না কেন? আমরা দেখেছি, স্বাধীনতার সময় আমাদের দেশের লাখ লাখ মানুষ জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে। কিন্তু স্বাধীনতার পর আমাদের দেশের যত গুরুত্বপূর্ণ এবং মানসম্পন্ন সম্পদ ছিল তারা নিয়ে গেছে। এই হলো আমাদের বন্ধুত্ব। এরপর আমরা দেখেছি ৫৩ বছরে তাদের যত কার্যক্রম ছিল সব কার্যক্রম তাদের নিজেদের স্বার্থে। বাংলাদেশের ছোট কোনো স্বার্থের জন্যও তারা কাজ করেনি। পানির ব্যাপারে সমস্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমাদের দেশকে মরুভূমি বানিয়েছে। ব্যবসার নামে আমাদেরকে শোষণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
হবিগঞ্জে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
হবিগঞ্জে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা