
		ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহ জেলার শৈলকুপার রামচন্দ্রপুরে তিনজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার রামচন্দ্রপুর ত্রিবেণী শ্মশান খাল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে বেশ কিছু গুলির শব্দ শুনতে পান তারা। পরে পুলিশ গেলে বাইরে বেরিয়ে দেখতে পান তিনটি মরদেহ পড়ে আছে। তবে তাদের বাড়ি ওই এলাকায় নয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা তিনটি মরদেহ পেয়েছি। মরদেহ দেখে মনে হচ্ছে গুলি করে হত্যা করা হয়েছে।
তিনি জানান, নিহত ব্যক্তিদের মধ্যে হরিণাকুণ্ডু উপজেলার আহাদনগর গ্রামের হানিফ আলী, তাঁর শ্যালক লিটন হোসেন রয়েছেন। একজনের পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। তাঁরা সবাই চরমপন্থী দলের সঙ্গে যুক্ত ছিলেন
মন্তব্য করুন