
		পটুয়াখালী সংবাদদাতা: পটুয়াখালীর বিভিন্ন বাজারে বোতলজাত সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরী করা হয়েছে। খুচরা বিক্রেতাদের অভিযোগ, সয়াবিন তেলের সাথে সুজি, লবন, ডালসহ অনান্য পণ্য কিনতে বাধ্য করছে ডিলাররা। অন্য পণ্য না নিলে পাইকারি বিক্রেতারা শুধু সয়াবিন তেল বিক্রি করছেন না। এরফলে বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়েছে, লিটার প্রতি দামও বেড়েছে দশ থেকে বিশ টাকা। পটুয়াখালী শহরের হেতালিয়া বাধঘাট, পুরান বাজার, নতুন বাজার, পৌর নিউমার্কেটসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় মুদি দোকানের মধ্যে মাত্র হাতে গোনা কয়েকটি দোকানে বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে। এর মধ্যে কিছু কিছু দোকানে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি করা হচ্ছে। খুচরা বিক্রেতারা জানান, প্রায় দেড় মাস ধরে ডিলাররা তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে। কৃত্রিম সংকট তৈরি করে তারা তেলের সাথে সুজি, লবন, ডালসহ অনান্য পণ্য কিনতে বাধ্য করছেন বলে অভিযোগ খুচরা বিক্রেতাদের। সেসব পণ্য অবিক্রিত থাকায় তেলের দামও তাই বাড়িয়ে দিচ্ছেন ব্যবসায়ীরা। গত ডিসেম্বরে এক দফা সরবরাহ কমার পর লিটার প্রতি সয়াবিন তেলের দাম ৮ টাকা বাড়ানো হলেও সংকট কাটেনি। এবছরও আসন্ন রমজানের আগে একই কৌশলে তেলের সংকট তৈরি করে আবারও দাম বৃদ্ধির পায়তারা চলছে বলে আশঙ্কা সাধারণ মানুষের। এদিকে, বাজারে এই সিন্ডিকেটের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন জেলা ট্রাক্সফোর্স কমিটির আহবায়ক ও অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট।রমজানের আগে ভোজ্যতেল সহ অনান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখতে কার্যকর পদক্ষেপ নেয়ার আহবান সাধারণ মানুষের।
মন্তব্য করুন