
		খুলনা প্রতিবেদক: দখল দূষণে অস্তিত্ব সংকটে পড়েছে খুলনা বিভাগের ৩৭টি নদ-নদী। এসব নদী ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবেশে বিপর্যয় দেখা দিচ্ছে। এছাড়া অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে ভাঙণের হুমকিতে রয়েছে নদী তীরের বাসিন্দারাও। এসব নদী রক্ষা ও অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন তারা। খুলনা বিভাগে নদীর সংখ্যা ১৩৮টি। এর মধ্যে ৩৭টি নদীর অস্তিত্ব বর্তমানে সংকটাপন্ন। দখল, অপরিকল্পিত সেতু নির্মাণ, বাঁধ, স্লুইস গেট, পলি ভরাট, শিল্প বর্জ্যে দূষণ ও দখলের কারণে এসব নদী এখন হুমকির মুখে।নদীগুলো থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করায় তীরে ভাঙণ দেখা দিচ্ছে। এতে বসতবাড়ি হারানোর আশঙ্কায় দিন কাটছে নদী পারের বাসিন্দাদের। প্রভাবশালীদের দখলদারিত্ব ও কর্তৃপক্ষের নজরদারির অভাবে নদীগুলো অস্তিত্ব হারাতে বসেছে বলে মনে করেন পরিবেশবিদ মো. বাবুল হাওলাদার। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আব্দুর রহমান তাজকিয়া। এদিকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে কাজ চলছে বলে জানিয়েছে জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট দীপংকর দাশ।
মন্তব্য করুন