মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ঈদে গ্রামীণ ঐতিহ্যের খেলা ও মেলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৫, ০৩:৫৭ এএম

নিজস্ব সংবাদদাতা: ঈদ আনন্দ উপভোগ করতে টাঙ্গাইলে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। সেই সাথে গ্রামীণ হাড়ি ভাঙা, বালিশ খেলা, সাইকেল প্রতিযোগিতা দেখতে স্থানীয় ও আশপাশের হাজারো মানুষের ঢল নামে। এদিকে, মাগুরায় নোমানী ময়দানে ঈদ মেলায় ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।

ঈদ উপলক্ষে টাঙ্গাইলের সদর উপজেলায় ৮৩ বছর ধরে ঘোড়দৌড় ও গ্রামীণ বিভিন্ন খেলার প্রতিযোগিতা এবং মেলার আয়োজন করা হয়ে আসছে। এর মূল আকর্ষণ ঘোড়দৌড়। এই প্রতিযোগিতা দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন নানা বয়সী মানুষ।

সদরের দ্যাইনা সরকার প্রাথমিক বিদ্যালয় মাঠে বসেছে মেলা। বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। আর নাগরদোলাসহ শিশুদের জন্য বিভিন্ন ধরনের রাইড যোগ করে আনন্দের বাড়তি মাত্রা।

ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজক কমিটি। এমন আয়োজনের প্রশংসা করলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল এই নেতা।

এদিকে, ঈদ আনন্দ উপভোগ করতে মাগুরায় নোমানী ময়দানে বসেছে মেলা। মেলায় দর্শনার্থীদের ছিল উপচে পড়া ভীড় ছিল। দর্শকদের আনন্দ দিতে রাখা হয়েছে নানা ধরণের রাইড। এছাড়া ঘোড়ার গাড়ী যোগ করেছে মেলায় নতুন মাত্রা। মাগুরা পৌর পার্কেও ভিড় করেছেন দর্শকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
হবিগঞ্জে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
হবিগঞ্জে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা