
		নাটোর সংবাদদাতা: নাটোরে গত কয়েক বছরে পেঁয়াজ বীজের চাষ বেড়েছে। দামে ভালো ও লাভজনক হওয়ায় কালো সোনা’ খ্যাত এই পেঁয়াজ বীজের চাষে আগ্রহী হচ্ছে কৃষক। তবে মৌমাছি কমে যাওয়া সংকট হচ্ছে পরাগায়নের। আর তাই উৎপাদন ও গুণগত মান ঠিক রাখতে কৃষকদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। জেলার ৯৭ হেক্টর আবাদী জমির মধ্যে নলডাঙ্গা উপজেলায় পেঁয়াজ বীজের চাষ হয়েছে ৭৮ হেক্টর জমিতে।এবার আবহাওয়া অনুকূলে থাকায় ভালো লাভের আশা করছেন কৃষকরা। আর বাড়তি দামের কারণে সোনার মতোই এর কদর। নলডাঙ্গা নাটোর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কিষোয়ার হোসেন জানান পর্যাপ্ত মৌমাছির অভাবে পেয়াঁজ ফুলের পরাগায়ন নিয়ে তৈরি হয়েছে সংকটে। প্রাকৃতিক এই সংকট কাটাতে বিকল্প পরাগায়নের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে সোনার ফসল ঘরে তুলতে পারবেন কৃষকরা এমনটাই প্রত্যাশা তাদের।
মন্তব্য করুন