
		মেহেরপুর সংবাদদাতা: মেহেরপুরের গাংনী উপজেলার লক্ষ্মীনারয়ণপুর ধলা গ্রাম থেকে অস্ত্র-গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী।
আজ শুক্রবার সকালে লাল্টুর বাড়িতে এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক লাল্টু বিশ্বাস (৪০) ধলা গ্রামের আক্কাস আলীর ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল লাল্টু বিশ্বাসের বাড়িতে অভিযান চালায়। অভিযানে ১টি পিস্তল, পিস্তলের ৩ রাউন্ড গুলি এবং ২টি ম্যাগজিনসহ তাকে আটক করে যৌথ বাহিনী। লাল্টু বিশ্বাসকে অস্ত্রসহ গাংনী থানায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন