মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

সারা দেশে জাতীয় আইন সহায়তা দিবস উৎযাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ১০:৩৪ এএম

অনলাইন ডেস্ক: সারা দেশে জাতীয় আইন সহায়তা দিবস-২০২৫ উৎযাপন করা হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে কোনো চিন্তা নাই।

সকালে ঠাকুরগাঁওয়ে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। পরে আদালত প্রাঙ্গণে থেকে একটি র‌্যালি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।

দিবসটি উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি, লিগ্যাল এইড মেলা, স্বেচ্ছায় রক্তদান, চক্ষুু পরীক্ষা, ডায়বেটিস পরীক্ষা করা হয়।

রাজবাড়ীতে আয়োজন করা হয় বর্ণাঢ্য রালি ও আলোচনা সভা। জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানেই অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

মেহেরপুর জেলা কমিটির উদ্যোগে আদালত চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভযাত্রা বের করা হয়। পরে আদালত চত্ত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়।

মাগুরা জেলা জজ আদালত চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। পরে জেলা জজ আদালত চত্বর থেকে একটি র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। দিনব্যাপী লিগ্যাল এইড মেলার আয়োজন করা হয়। মেলায় ৪টি স্টলে সরকারি খরচে আইন সহায়তাসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেয়া হয়।

লক্ষ্মীপুর জেলা দায়রা জজ আদালতের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির সূচনা করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা দায়রা জজ আদালত প্রাঙ্গনে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে ঝালকাঠিতে আয়েজন করা হয় আলোচনা সভার।

নোয়াখালী জেলা কমিটির আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে র‌্যালি করা হয়।

বান্দরবান জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গন থেকে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।

এছাড়া, কুমিল্লা, ঝিনাইদহ, খাগড়াছড়িসহ সারাদেশে আইনগত সহায়তা দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
হবিগঞ্জে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
হবিগঞ্জে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা