মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানীর পশুর হাট

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ০৮:৪৯ এএম

পবিত্র ঈদ উল আজহার বাকি আর মাত্র দিন। এ কারণেই শেষ মুহূর্তে দেশের বিভিন্ন স্থানে জমে উঠেছে পশুর হাট। পুরোদমে চলছে গরু-ছাগল বেচাকেনা। তবে এবার বড় গরু তুলনায় ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। এদিকে নিরাপত্তার জন্য হাটে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ক্রতা-বিক্রেতার হাঁকডাক আর দর কষাকষিতে জমে উঠেছে পশুর হাট। উৎসবমুখর পরিবেশে কোরবানির জন্য চলছে পশু কেনাবেচা। এমন চিত্র দেশের বিভিন্ন স্থানে বসা কুরবানির হাটের।

পবিত্র ঈদ উল আজহার বাকি আর দুই দিন। সিলেটে পশুর হাটগুলোতে জমে উঠেছে পশু কেনাবেচা। ক্রেতারা বলছেন, গেল বছরের তুলনায় এবার গরুর দাম ২০ থেকে ২৫ হাজার টাকা বেশি। অন্যদিকে বিক্রেতরা বলছেন, পশু খাদ্যের দাম বেড়ে যাওয়ায় প্রত্যাশিত দাম নিয়ে দুশ্চিন্তায় তারা।

চাহিদার তুলনায় সিলেটে এবার ৩৭ হাজারের বেশি গরু প্রস্তুত রয়েছে বলে জানালেন সিলেট বিভাগীয় প্রাণিসম্পদ কার্যালয়ের প্রাণিসম্পদ দপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম। ক্রেতা-বিক্রেতারা যাতে নির্বিঘেœ কেনাবেচা করতে পারে সেই লক্ষ্যে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

লাভের আশায় কিশোরগঞ্জের বিভিন্ন হাটে কুরবানির পশু তুলেছেন প্রান্তিক কৃষক ও খামারিরা। বাজারে বড় আকারের গরুর দাম ওঠানামা করলেও, ক্রেতাদের পছন্দ ছোট ও মাঝারি জাতের গরু।

জেলায় এবার ৬৩টি হাটের পাশাপাশি ১৩টি ভার্চুয়ালে হাটে পশু বেচাকেনা চলছে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুভাস চন্দ্র পন্ডিত জানালেন, হাটে গবাদি পশুর রোগ নির্ণয়ে মেডিকেল টিমের পাশাপাশি সার্বিকভাবে সহায়তা করছেন তারা।

নাটোরে কুরবানির পশু হাট জমে উঠলেও কাঙিক্ষত দাম পেয়ে না হতাশ বিক্রেতারা। তবে সাধ্যের মধ্যে পছন্দের গরু কিনতে পেরে খুশি ক্রেতারা।

জেলা প্রাণিসম্পদ ডা. মোস্তফা জামান কর্মকর্তা জানালেন, হাটে কেউ যাতে অসুস্থ পশু বিক্রি করতে পারে সেই বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।

কুমিল্লার ১৭টি উপজেলার ৪০১ টি হাটে চলছে পশু বেচাকেনা। চোরাইপথে কোনভাবে যাতে ভারত থেকে গরু আসতে না পারে সেদিকে সতর্ক থাকতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন খামারির।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
হবিগঞ্জে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
হবিগঞ্জে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা