মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

চট্টগ্রামে বসেছে ২২৮ পশুর হাট

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ০৮:৫৪ এএম

চট্টগ্রামে জমে উঠেছে গরুর বাজার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানান জাতের পশু নিয়ে এসেছেন ব্যাপারীরা। তবে দাম নিয়ে রয়েছে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। বিক্রেতারাও আশাবাদী ভাল দাম পাবেন এবার। হাটগুলোতে গরু ছাগলের জরুরী চিকিৎসায় মেডিকেল টিম, নিরাপত্তায় পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চট্টগ্রামে এবার কোরবানি দেওয়া হতে পারে প্রায় ৯ লাখ পশু। তবে অভ্যন্তরীণ ভাবে উৎপাদন হয়েছে ৮ লাখ ৬০ হাজার পশু। ঘাটতি পূরণে এরই মধ্যে কুষ্টিয়া, দিনাজপুর, বগুড়াসহ দেশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক গরু নিয়ে চট্টগ্রামে এসেছেন ব্যাপারীরা। স্থানীয় সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আনা পশুতে জমজমাট হাট গুলো। শাহীওয়াল , সিন্ধি সহ নানান জাতের গরু নিয়ে এসেছেন বেপারীরা। তবে দাম কিছুটা বেশি হওয়ায় মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতাদের মাঝে। সীমান্ত দিয়ে গরু আসা বন্ধ করতে সরকারকে পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান বিক্রেতারা। হাটগুলোতে রয়েছে পশুর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা । যে কোন জরুরী সেবা দিতে কাজ করছে জেলা প্রাণি স¤পদ অধিদপ্তরের ৬৭ টি মেডিকেল টিম। এদিকে, চট্টগ্রামের গরুর হাট গুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে র‌্যাব। চট্টগ্রাম জেলা ও মহানগরীতে স্থায়ী ও অস্থায়ী মিলে এবার ২২৮টি পশুর হাট বসেছে। এর মধ্যে অস্থায়ী হাট ১৫৩ টি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
হবিগঞ্জে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
হবিগঞ্জে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা