
		ঈদ উপলক্ষ্যে অতিরিক্ত যানবাহনের চাপে ও সড়কে একাধিক গাড়ি দুর্ঘটনা ও যানবাহন বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৩ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে ঘরমুখো যাত্রীরা।
বুধবার বিকেল থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। সময় গড়ানোর সাথে সাথে যানবাহনের সংখ্যা আরও বাড়ে। রাতভর যানবাহন ধীরগতিতে চললেও বৃহস্পতিবার ভোর থেকে চাপ বেড়ে যায় কয়েকগুণ। ফলে যমুনা সেতু পূর্ব পাড় থেকে আশেকপুর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
উত্তরবঙ্গগামী যাত্রীরা জানান, তারা গতকাল সন্ধ্যায় গাড়িতে উঠেও টাঙ্গাইল পৌঁছাতে ১০ থেকে ১২ ঘণ্টা লেগেছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে বসে থেকে ভোগান্তিতে পড়েছেন নারী, শিশু ও বৃদ্ধরা। অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। আটকা পড়েছে পশুবাহী শতাধিক গাড়ি। চালকরা জানান, অতিরিক্ত যানবাহনের চাপেই এই যানজট তৈরি হয়েছে। তারা বলেন, দুদিন ধরে ঠিকমতো খাওয়া-ঘুম করতে পারিনি। এভাবে গাড়ি চালানো খুব কষ্টকর ও ঝুঁকিপূর্ণ। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে।
তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মহাসড়কে পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। তারা যানজট নিরসনে কাজ করছে এবং দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশ্বস্ত করা হয়েছে।
মন্তব্য করুন