
		ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৩০টি স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে। গত ৩দিন যাবত ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির চাপে নদ-নদীগুলোতে পানি বৃদ্ধি পেয়ে ভাঙনের সৃষ্টি হয়েছে।
উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, উদ্ধারকর্মীরা বিজিবি ও সেনাবাহিনী উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষ এখনো যেতে দেখা যাচ্ছে। নতুন করে ঘরবাড়ী রাস্তা-ঘাট পানিতে তলিয়ে যাচ্ছে। গবাদী পশু, শিশু ও বৃদ্ধ অসুস্থ লোকজন মারাত্মক দুর্ভোগে পড়েছে।
উঁচু এলাকার পানি নেমে নীচু এলাকা প্লাবিত হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা পরিস্থিতি মোকাবেলায় কন্টোলরুম খোলা হয়েছে। শুকনো খাবার সহ নগদ ৬ লক্ষ টাকা বন্যা কবলিত এলাকার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন ও এনজিও প্রতিনিধিরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। কোথাও কোথাও খাবার সরবরাহ করা হচ্ছে। আশ্রয় কেন্দ্রগুলোতে ভানবাসীদের ভিড় বেড়েই চলছে।
মন্তব্য করুন