
		শনিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আবু তাহের মোঃ মাসুদ রানা, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মোঃ ইউসুফ আলী সরদার, পরিচালক (পলিসি ও অপারেশন) মোঃ রফিকুল ইসলাম এবং যুগ্ম পরিচালক (এপিএ ও মনিটরিং সেল) এ. এন. এম. আলিমুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুল রহমান। বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে একযোগে কাজ করতে হবে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও প্রশাসনকে। অংশগ্রহণমূলক এই সভায় জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা কর্মকর্তা, প্রধান শিক্ষক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, হাওর অঞ্চলের মানুষের যখন কাজ থাকে না তখন তারা অন্যস্থানে পুরো পরিবার নিয়ে গমন করে। তাছাড়া বাল্য বিয়া সহ বিভিন্ন কারণে ঝরে পড়া শিক্ষার হার বেশী। আমরা এখন কাজ করতেছি।
মন্তব্য করুন