
		চুয়াডাঙ্গায় পৃথক দুটি হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
বুধবার (১৬ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ মো. আকবর আলী শেখ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, স্বাধীন আলী, আশিকুর রহমান ওরফে বাদশা এবং জমির উদ্দিন।
২০২২ সালের মে মাসে আলমডাঙ্গায় জমিজমা সংক্রান্ত বিরোধে কামাল হোসেন নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়। মামলার তদন্ত ও সাক্ষ্য-প্রমাণে অভিযুক্ত স্বাধীন ও আশিকুরকে দোষী সাব্যস্ত করেন আদালত।
অন্যদিকে, একই বছরের জুন মাসে জীবননগরে পূর্ব শত্রুতার জেরে বাবলু রহমানকে কোদাল দিয়ে আঘাত করে হত্যা করা হয়। ওই মামলায় একমাত্র আসামি জমির উদ্দিনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মারুফ সারোয়ার বাবু জানান, দুটি আলোচিত হত্যা মামলায় এই রায় ন্যায়বিচারের প্রতিফলন ঘটিয়েছে।
মন্তব্য করুন