মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
জামালপুরে নাহিদ ইসলাম

সংসদের উচ্চ কক্ষ ভোটের আনুপাতে হতে হবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ০১:১৪ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০১:১৫ পিএম

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন ভোটের আনুপাতে হতে হবে সংসদরের উচ্চ কক্ষ, আসন অনুযায়ী নয়। এ বিষয়ে ঐকমত্যে না আসলে জুলাই সনদ স্বাক্ষরিত হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন নাহিদ ।অভ্যুত্থানের শহীদ ১১ জনের পরিবারের সাথে সোমবার (২৮ জুলাই) সকালে জামালপুরের ডাক বাংলোতে সাক্ষাৎ করেন দলের কেন্দ্রীয় নেতারা। খোঁজ-খবর নেন স্বজনদের। পরে গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

এসময় নাহিদ বলেন, মৌলিক সংস্কারের রূপরেখা থাকতে হবে জুলাই সনদে। উচ্চ কক্ষ ভোটের আনুপাতিক হারে হতে হবে, আসন অনুসারে হওয়া যাবে না। এ বিষয়ে ঐকমত্য না হলে জুলাই সনদ সাক্ষর হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন নাহিদ। এ বিষয়ে ঐকমত্য আসার পরই জুলাই সনদে সাক্ষরের বিষয়টি বিবেচনা করা হবে। শহরের তমালতলা এলাকা থেকে বের হবে পদযাত্রা। বিভিন্ন সড়ক ঘুরে শেষ হবে ফৌজদারি এলাকায়। পরে সেখানে পথসভায় অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা। এরপর রওনা হবেন ময়মনসিংহের উদ্দেশে। এনসিপি’র জুলাই পদযাত্রার অংশ হিসেবে জামালপুরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন কেন্দ্রীয় নেতারা।

এদিকে জুলাই পদযাত্রার অংশ হিসেবে সোমবার জামালপুরে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নতুন রাজনৈতিক দলটির সমাবেশকে কেন্দ্র করে জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে, কর্মসূচি সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ও জামালপুর জেলা কমিটির প্রধান সমন্বয়কারী লুৎফর রহমান। ইতোমধ্যে শহরের ফৌজদারি মোড়ে পথসভার জন্য মঞ্চ তৈরি করা হয়েছে। এনসিপি পথসভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। মঞ্চ ও তোরণ নির্মাণের পাশাপাশি ফৌজদারি মোড়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিভিন্ন ব্যানার-পোস্টার লাগানো হয়েছে।

জানা গেছে, সোমবার সকালে জেলা পরিষদ ডাক বাংলোতে এনসিপির কেন্দ্রীয় নেতারা শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এরপর বেলা সাড়ে ১১টায় শহরের তমালতলা মোড় থেকে পদযাত্রা শুরু করেছে এনসিপি। তমালতলা, বকুলতলা হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ফৌজদারী মোড়ে পদযাত্রা শেষে সেখানেই এনসিপির পথসভা অনুষ্ঠিত হবে।

সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন গণমাধ্যমকে বলেন, এনসিপির পদযাত্রাকে ঘিরে নিরাপত্তার জন্য এপিবিএনসহ অন্তত ২০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া শহরে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশ রাখা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
হবিগঞ্জে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
হবিগঞ্জে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা