
		পুরো চট্টগ্রাম নগরীজুড়ে ফুটপাত ও রাস্তা দখল করে দোকান বসিয়ে চলছে কোটি কোটি টাকার বাণিজ্য। নগরীর প্রায় সবগুলো গুরুত্বপূর্ণ মোড় ও রাস্তায় চলে এ ফুটপাত বাণিজ্য। ফুটপাত দখলে থাকায় নগরবাসীর চলাচল ব্যাহত হচ্ছে প্রতিনিয়ত। এসব ফুটপাত সম্পূর্ণ দখল মুক্ত করতে সকল সরকারি সংস্থাকে কঠোর ব্যবস্থা নেয়ার পরামর্শ পরিকল্পনাবিদদের। এদিকে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র জানালেন, রাস্তা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হবে পুরো নগরীজুড়ে।
চট্টগ্রাম নগরীর ২৮১ কিলোমিটার ফুটপাতের প্রায় অধিকাংশই হকারদের দখলে। নগরীর বহাদ্দার হাট, নিউমার্কেট, মুরাদপুর, চকবাজার, আগ্রাবাদ, ইপিজেডসহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ফুটপাত ও রাস্তায় নানান পণ্যের পসরা সাজিয়ে বসেন হকাররা। এতে পথচারীদের হাঁটা-চলার অসুবিধার পাশাপাশি সৃষ্টি হয় যানজটের। শৃঙ্খলা ফেরাতে উচ্ছেদসহ নানা উদ্যোগ নেয়া হলেও কাজে আসেনি কিছুই।
ফুটপাত হকার মুক্ত করে জনসাধারণের চলাচল নিরাপদ করার দাবি সাধারণ মানুষের। ফুটপাত বাণিজ্য বন্ধে প্রশাসনকে কঠোর হতে বললেন নগরবাসী।
উন্নত শহর হিসেবে চট্টগ্রামকে গড়ে তুলতে সিটি কর্পোশেনসহ সংশ্লিষ্টদের কঠোর হওয়ার পাশাপাশি সমস্যার সমাধানে সার্বিক পরিকল্পনা নেয়া প্রয়োজন বলে মত দেন নগর পরিকল্পনাবিদরা অধ্যাপক ড. রাশিদুল হাসান উদয়।
তবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন বলেন, ইতিমধ্যে ফুটপাত দখল মুক্ত করতে চকবাজার থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে, পর্যায়ক্রমে তা নগরীর অন্যান্য অংশে চালানো হবে। ফুটপাত দখলমুক্ত করে নাগরিক বান্ধব নগরী গড়ে তোলার আহবান জানিয়েছেন নগরবাসী।
মন্তব্য করুন