
		নেত্রকোনার আটপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, বৃক্ষরোপণ, ডাস্টবিন স্থাপন এবং পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান। এসব কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতারা জানান, “জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে সমাজের কল্যাণে কাজ করাই আমাদের লক্ষ্য। এই কর্মসূচিগুলোর মাধ্যমে আমরা একটি সুন্দর ও সচেতন সমাজ গঠনের বার্তা দিতে চাই।”
কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডি জেড এম হাসান বিন শফিক সোহাগ ও সহ-সভাপতি এম.জি. মাসুম রাসেল উপস্থিতিতে আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি মো. মাসুম চৌধুরী ভাই, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক , বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মোতালিব , জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নুরে আলম ফরাস, আটপাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব নূর আহম্মদ খাঁন ফরিদ, আটপাড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. শফিকুর রহমান, মৎস্যজীবী দলের আহবায়ক মহন চৌধুরী, সদস্য সচিব নূর মোহাম্মদ, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সম্পাদক বৃন্দ, আটপাড়া উপজেলা ছাত্রদল, মহিলা দলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সভাপতিত্ব করেন, আটপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. ওয়াহিদুর রহমান উজ্জ্বল এবং সঞ্চালনা করেন আটপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. ওমর হাসান রুপন।
মন্তব্য করুন