
		ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ইয়াবা পাচারের সময় ৩ হাজার ১২০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ২১ আগস্ট বৃহস্পতিবার বিকেলে উপজেলার নেকমরদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি ডিবি মামুন অর রশীদ।
গ্রেফতারকৃতরা হলেন-বালিয়াডাঙ্গী উপজেলার পিটাইছড়ি গ্রামের মকবুল হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (৩৬) ,কিসমত পলাশবাড়ি গ্রামের কবির হোসেনের ছেলে নুরজামাল (২৮), একই গ্রামের মতিউর রহমানের ছেলে রাজিব রানা (২২) ,দক্ষিণপাড়া গ্রামের দবিরুল হকের ছেলে মোতালেব হক (২২)।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নবিউল ইসলাম জানান, কক্সবাজার থেকে মাদকের একটি বিশাল চালান আসছে, এমন এমন তথ্য জানতে পেরে জেলা ডিবি পুলিশের ওসি মামুন অর রশীদের নেতৃত্বে একটি টিম রাণীশংকৈল থানাধীন নেকমরদ-কাতিহারগামী সড়কে চেকপোষ্ট বসায়। এসময় তিন যুবককে চ্যালেঞ্জ করে ডিবি পুলিশ। তাদের প্রত্যেকের কাছে একটি করে মোট তিনটি ইয়াবার পটলা পায়। পরে তাদের আরও জিজ্ঞাসাবাদ করলে তারা পায়ুপথের মাধ্যমে পেটে আরও ইয়াবা বহন করছে বলে জানায়। পরবর্তীতে তাদের পেট থেকে আরও তিনটি ইয়াবার পটলাসহ মোট ৬টি পটলায় মোট ৩১শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
এসময় তাদের নিতে মটরসাইকেল যোগে আরও এক যুবক এলে কৌশলে তাকেও আটক করা হয়। এ ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে রাণীশংকৈল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছ বলেও জানান ডিবি পুলিশ।
মন্তব্য করুন