মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

লাইটহীন সড়কে ভোগান্তি হাকিমপুর পৌর এলাকায়

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০৪:৩৯ পিএম

দিনাজপুরের হাকিমপুর পৌরসভার অধিকাংশ সড়ক দিনের সূর্যের আলো ডুবে যাওয়ার সাথে সাথে রাতে অন্ধকারে ডুবে থাকে। কোথাও লাইট বসানো হলেও অনেকগুলো নষ্ট হয়ে গেছে। আবার কিছু গুরুত্বপূর্ণ সড়কে এখনো লাইট স্থাপনই হয়নি। এতে পথচারী ও স্থানীয়রা প্রতিনিয়ত ভোগান্তি ও আতঙ্কের শিকার হচ্ছেন।

রাতে সরেজমিনে ঘুরে দেখা যায়, পৌরসভার মুহাড়াপাড়া, মাঠপাড়া, চন্ডিপুর, মানিক বেকারি মোড়, ছোট ডাঙ্গাপাড়া, চুড়িপট্রিমোড় থেকে জিলাপট্রি পর্যন্ত সড়কগুলো অন্ধকারে নিমজ্জিত।

স্থানীয় বাসিন্দা মোঃ সেলিম বলেন, রাতে লাইট না থাকায় আমরা নিরাপদে চলাচল করতে পারি না। পৌরসভায় বসবাস করতেছি কিন্তু সেই মানের সুবিধা পাচ্ছি না। ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলমের অভিযোগ, পৌর শহরের অনেক রাস্তায় লাইটের ব্যবস্থা না থাকায় অন্ধকারের সুযোগে অসামাজিক কর্মকাণ্ড বেড়ে যায়।

হাকিমপুর পৌরসভার আরেক বাসিন্দা রানা হোসেন বলেন, অন্ধকারের কারণে ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে। পৌরসভার প্রকৌশলী আব্দুর রাজ্জাক জানান, নতুন প্রশাসক দায়িত্ব নেওয়ায় বাজেট সংকট রয়েছে। বাজেট পাওয়া গেলে নতুন লাইট বসানো হবে

পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাব্বির হোসেন বলেন, যেসব সড়কে লাইট নেই, ধাপে ধাপে সেখানে স্থাপন করা হবে। নষ্ট লাইট দ্রুত মেরামত করা হবে। বাজেট মিললেই পুরো পৌর এলাকায় আলোর ব্যবস্থা নিশ্চিত করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
হবিগঞ্জে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
হবিগঞ্জে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা