মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

বাউফলে কিশোরী উর্মি হত্যা মামলার রহস্য উদঘাটন, মা বাবাসহ গ্রেপ্তার তিন

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১২:২৯ পিএম

পটুয়াখালীর বাউফল উপজেলায় প্রেমের সম্পর্কে বিয়ের জেদ ধরায় কিশোরী উর্মি আক্তারকে (১৫) হত্যা করেছে তার মা, বাবা ও দুলাভাই। এ ঘটনায় পুলিশ রহস্য উদঘাটন করে তিনজনকে গ্রেপ্তার করেছে।

বুধবার (২৭ আগস্ট) বাউফল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফ মুহাম্মদ সাকুর রাত ৮.৩০ টার সংবাদ সম্মেলনে এ কথা জানান।

সংবাদ সম্মেলনে আরো জানা যায়, বাউফল থানাধীন কনকদিয়া ইউনিয়নের কুন্তখালী ৬নং ওয়ার্ড এলাকায় প্রায় ১৩–১৪ বছর ধরে পরিবারের সঙ্গে বসবাস করছিল উর্মি। কিছুদিন ধরে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে স্থানীয় এইচ এম ফিরোজ হাওলাদার (৪০) নামের এক ব্যক্তির সঙ্গে। বিষয়টি পরিবার জানার পর তারা বিয়েতে সম্মতি দেয়নি। কিন্তু উর্মি ওই ব্যক্তিকেই বিয়ে করার জন্য মা–বাবাসহ পরিবারের সদস্যদের ওপর চাপ দিতে থাকে।

ঘটনার দিন গত ২২ আগস্ট রাত সাড়ে ১টার দিকে উর্মির মা আমেনা বেগম, বাবা নজরুল বয়াতী ও দুলাভাই কামাল হোসেন মিলে তাকে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়। একপর্যায়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করে।

তদন্তে জানা যায়, প্রথমে আমেনা বেগম মেয়ের গলা বসতঘরের খুঁটির সঙ্গে চেপে ধরে, নজরুল বয়াতী তাকে পেটে ও পিঠে আঘাত করে এবং কামাল হোসেন উর্মির দুই হাত চেপে ধরে। পরে লাশ গুম করতে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে সুইচগেট সংলগ্ন খালে ফেলে রাখা হয়।

পরদিন ২৩ আগস্ট স্থানীয়দের খবরে পুলিশ উর্মির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠায়। এ ঘটনায় তদন্তে জড়িত থাকার প্রমাণ মিললে নিহতের মা আমেনা বেগম (৪০), বাবা নজরুল বয়াতী (৪৫) এবং ছোট ভগ্নিপতি কামাল হোসেনকে (৩২) গ্রেপ্তার করে পুলিশ।

বাউফল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জানান, এ হত্যাকাণ্ডে গ্রেপ্তার তিন আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
হবিগঞ্জে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
হবিগঞ্জে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা