
		গাজীপুরের শ্রীপুরে পুলিশের উপর দফায় দফায় হামলা চালিয়ে একাধিক মামলার এক আসামীকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা শ্রীপুর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের দুটি গাড়িতে হামলা চালায়। হামলায় পুলিশের অন্তত সাত সদস্য আহত হয়েছে। ২৮ আগষ্ট বৃহস্পতিবার রাত ৮টার দিকে শ্রীপুরের পৌরসভার টেংরা রাস্তার মোড় এলাকায় এঘটনা ঘটে। আসামী মো. সুমন মিয়া (৩২) উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন এএসআই শহিদুল ইসলাম, এএসআই এমদাদ ও এসআই নাজমুল ইসলাম।
আহত পুলিশ সদস্যরা জানান, বৃহস্পতিবার বিকেল শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে সুমন মিয়াকে শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন এলাকার থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ ও শ্রীপুর থানা পুলিশ। আটক সুমনকে নিয়ে পুলিশ সদস্যরা রওয়ানা হলে প্রথমে বরমীতে হামলা চালিয়ে সুমনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সেখানে বর্থ্য হলে পরবর্তীতে তালতলী গ্রামের সিসিডিবি এলাকায়, পরে টেংরা ডিবার পাড় এলাকায় হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। পরে পুলিশ আটক সুমনকে নিয়ে শ্রীপুরের টেংরা রাস্তা মোড় এলাকায় আসলে ৮/১০টি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা হামলা পুলিশকে মারধর করে আটক আসামী সুমনকে ছিনিয়ে নিয়ে যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহম্মদ আব্দুল বারিক জানান এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। রাতেই যৌথবাহিনী ছিনতাইয়ের শীর্ষসন্ত্রাসী সুনকে ধরতে অভিযানে নেমেছে বলে জানান তিনি।
এদিকে আসামি ছিনতাইয়ের ঘটনায় শ্রীপুর পৌরশহরে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালিবের নেতৃত্বে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করা হয়েছে। বিএনপি ও জামায়াতে ইসলামের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা করে পুলিশকে আহত করে আসামি ছিনতাইয়ের ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানান।
মন্তব্য করুন