
		রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীর দু’টি ইলিশ ১৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। মাছ দুটির মধ্যে একটির ওজন ১ কেজি ৯০০ গ্রাম ও অপরটির ওজন ১ কেজি ৮০০ গ্রাম। আজ ৩ সেপ্টেম্বর বুধবার সকালে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ ইলিশ দুটি প্রতি কেজি ৫ হাজার ২০০ টাকা দরে মোট ১৫ হাজার ৮০ টাকায় ক্রয় করে নেন।
ব্যবসায়ী শাহজাহান মিয়া সম্রাট বলেন, পদ্মা নদীতে বর্তমানে বড় বড় মাছ পাওয়া যাচ্ছে। সকালে ১ কেজি ৯০০ গ্রাম ও ১ কেজি ৮০০ গ্রাম ওজনের দু’টি ইলিশ মাছ কিনি। পরে অনলাইনে এক ব্যক্তির কাছে ৪৩শত টাকা কেজি দরে ১৫ হাজার ৯১০ টাকায় বিক্রি করেছি।
তিনি আরও জানান, পরে খুলনার এক আমেরিকান প্রবাসীর কাছে অনলাইনের মাধ্যমে প্রতি কেজি ৫ হাজার ৫০০ টাকা দরে মোট ১৫ হাজার ৯৫০ টাকায় মাছ দুটি বিক্রি করেছেন। দৌলতদিয়ায় পদ্মার তাজা ও সুস্বাদু ইলিশের সুনাম শুধু দেশে নয়, বিদেশেও রয়েছে। ফলে দেশের বাইরে প্রবাসীরা এ ধরনের বড় আকারের ইলিশ কিনতে সবসময় আগ্রহী থাকেন।
মন্তব্য করুন