মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
গুজব থেকে বিরত থাকার পরামর্শ

উজিরপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪২ পিএম

বরিশালের উজিরপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এক কো-অর্ডিনেশন সভা উজিরপুর উপজেলা পরিষদ হলরুমে গতকাল (৪ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম মাইদুল ইসলাম। সঞ্চালনা করেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. নাজমুস সাকিব। সভায় জানানো হয় এবার ৭২ হাজার ১১৮ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম মাইদুল ইসলাম জানান, ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মসূচি আওতায় আনা হয়েছে। তারই আলোকে উজিরপুরে ৭২ হাজার ১১৮ জনকে টিকা দেওয়া হবে। টিকাদান কর্মসূচির আওতায় প্রথম দশ দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং বাকী আট দিন উপজেলার টিকাদান কেন্দ্রগুলোতে দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার সর্বস্তরে প্রচারের অনুরোধ করেন। একই সাথে সকল প্রকার গুজব থেকে বিরত থাকার পরামর্শ দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাদিরা পারভিন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম জাহিদ হোসেন, সিনিয়র সাংবাদিক মো. মাহফুজুর রহমান মাসুম, প্রমূখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
হবিগঞ্জে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
হবিগঞ্জে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা