মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৯ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ঝুটের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। দ্রুতই আগুন গোডাউনের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যায়।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৮টায় উপজেলার খাদুন এলাকায় এ আগুনের সূত্রপাত হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম। খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টা টানা প্রচেষ্টার পর রাত সাড়ে ৯টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

গোডাউনের মালিকপক্ষ জানিয়েছে, এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ঝুটের মালামাল পুড়ে গেছে। তবে সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম বলেন, গোডাউনটি খোলামেলা জায়গায় হওয়ায় আগুন ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। প্রাথমিকভাবে ধারণা করছি, সিগারেটের আগুন বা এ ধরনের কোনো দাহ্য উৎস থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

তিনি আরও বলেন, গোডাউনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে স্থানীয়রা প্রথমে চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
হবিগঞ্জে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
হবিগঞ্জে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা