মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

নেত্রকোনায় জমিয়তের প্রার্থীর গণসংযোগ

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০০ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-২ (নেত্রকোনা সদর ও বারহাট্টা) আসনে ‘জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’-এর পক্ষ থেকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মুফতী মুহাম্মাদ আনিছুর রহমান এর নাম ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে স্থানীয় জনগণের উদ্যোগে এক বৃহৎ গণসংযোগ কর্মসূচি আয়োজিত হয়। সদর ও বারহাট্টা উপজেলার বিভিন্ন এলাকায় তা অনুষ্ঠিত হয়। মুফতী মুহাম্মাদ আনিছুর রহমান বর্তমানে দলের কেন্দ্রীয় সদস্য ও ঢাকার ভাটারা থানার দীর্ঘদিনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, এবারের নির্বাচনে জমিয়তের পক্ষ থেকে মুফতী আনিছুর রহমানকে মনোনয়ন দেওয়ার পর থেকেই এলাকায় নির্বাচনী তৎপরতা জোরদার করা হয়েছে। তার পক্ষে গণসংযোগ, মতবিনিময় সভা ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইসলামপন্থী ভোটারদের একটি বড় অংশ এবার জমিয়তের এই প্রার্থীকে ঘিরে আশাবাদী। নির্বাচনী মাঠে তিনি একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে পারেন বলেও অনেকের অভিমত।

কর্মসূচিতে প্রার্থী মুফতী মুহাম্মাদ আনিছুর রহমান ছাড়াও উপস্থিত আছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সভাপতি মুফতী তাহের কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা মফিজুর রহমান, সহ-সভাপতি মাওলানা আবুল কাসেম, সহ-সভাপতি আব্দুল হাদী ফরাজী, সভাপতি যুব জমিয়ত মাওলানা মোফাজ্জল হোসেন। এছাড়াও জেলা ও থানার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
হবিগঞ্জে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
হবিগঞ্জে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা