
		বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের চকঝগড়ু গ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থী তরুণীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার পর প্রতারণার অভিযোগ উঠেছে একই গ্রামের মোঃ ডেম আলীর ছেলে মোঃ আরাফাত হোসাইন (২২) নামে এ যুবকের বিরুদ্ধে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি লিখিত এজাহার মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই তরুণীর মা বাদি হয়ে। এর আগে তার প্রেমিক আরাফাত হোসাইন তাকে ১৫ তারিখ বিয়ের কথা পাকা করে। কিন্তু গত শুক্রবার রাতেই অন্য প্রেমিককে বিয়ে করে ঘরে নিয়ে আসে।
বাসর রাত শেষ হতে না হতে এই খবর কানে আসার পর থেকেই প্রতারক প্রেমিক আরাফাত হোসাইনের বাসার সামনে অনশন করেন ভুক্তভোগী এই তরুণী।
কিন্তু সেখান থেকে তাকে তার পরিবারের লোকেরা মারধর করে তাড়িয়ে দিলে আইনের আশ্রয় নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী অষ্টম শ্রেণীর এই শিক্ষার্থী।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান ভুক্তভোগী পরিবার একটি লিখিত অভিযোগ দায়ের করেছে আমরা বিষয়টি ক্ষতিয়ে দেখছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।
মন্তব্য করুন