
		নেত্রকোনার আটপাড়া উপজেলা শাখার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আজ সোমবার এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন দলটির মনোনীত প্রার্থী মাওলানা হারুনুর রশিদ ফারুকী। আরও উপস্থিত ছিলেন জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মফিজুর রহমান, আটপাড়া উপজেলা জমিয়তের সভাপতি মুফতি জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, কেন্দুয়া উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা নজরুল ইসলাম সহ ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়া সভায় আটপাড়া উপজেলা জমিয়তের নেতৃবৃন্দসহ স্থানীয় ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মতবিনিময় সভায় দেয়া বক্তব্যে মাওলানা হারুনুর রশিদ ফারুকী এলাকার উন্নয়ন, ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, জনগণের আস্থা ও ভালোবাসায় যদি আমি নির্বাচিত হই, ইনশাআল্লাহ এই অঞ্চলের ধর্মীয়, সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। সভায় দলীয় নেতারা ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন এবং আগামীর নির্বাচনে মাওলানা হারুনুর রশিদের পক্ষে মাঠে সক্রিয় ভূমিকা রাখার ঘোষণা দেন।
মন্তব্য করুন