মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

`সন্তানের দ্বিতীয় অভিভাবক শিক্ষক' : আজহারুল ইসলাম

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৯ পিএম

যশোরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শীলা রায় চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। আজ বুধবার ( ১৭ সেপ্টেম্বর) বেলা ১ টায় যশোর বিরামপুর বিদ্যাপীঠ শীলা রায় চৌধুরী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠান স্থল যেন শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়। এ সময় প্রাক্তন শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি যশোর জেলা প্রশাসক আজহারুল ইসলাম।

শীলা রায় চৌধুরী মাধ্যমিক বিদ্যালয় সভাপতি এ্যাড. মুক্তাদিরুল হকে সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। এ সময় তিনি বলেন, আমাদের দ্বিতীয় অভিভাবক এবং বাবা-মা হচ্ছে শিক্ষকরা। আর শিক্ষকদের সম্মান ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের। আমারও একদিন এই গ্রামের স্কুলেই পড়ালেখা করে বড় হয়েছি।

জেলা প্রশাসক আরো বলেন- আমি দেখেছি অনেক অভিভাবক শিক্ষকদের সাথে খারাপ আচরণ করেন। এটা করলে ওই অভিভাবকের সন্তান মানুষের মত মানুষ হয় না।

অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যশোর শিক্ষাবোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক ড. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন- শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী হাদিউজ্জামান খান, জেলা শিক্ষা অফিসার মাহাফুজুল হোসেন এবং শীলা রায় চৌধুরী মাধ্যমিক বিদ্যলয়'র স্থায়ী দাতা সদস্য অনুপ রায় চৌধুরী, পূবালী ব্যাংকের সিনিয়র অফিসার প্রাক্তন ছাত্র মাসুদ রানা, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার বিশ্বজিৎ দেবনাথ, শুভ দেবনাথ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
হবিগঞ্জে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
হবিগঞ্জে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা