
		শেরপুরের নালিতাবাড়ীতে মাদক মামলাসহ একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেপ্তার করতে গিয়ে মাদক কারবারীদের হামলায় দুই পুলিশ সদস্যসহ তিনজন আহত হয়েছেন। ঘটনায় আহতদের মধ্যে থানা পুলিশের একজন এএসআই, কনস্টেবল ও স্থানীয় একজন বাসিন্দা। গত ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যারাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই মামলা দায়ের করে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় আহতরা হলেন-নালিতাবাড়ী থানা পুলিশের এএসআই ওমর ফারুক, কনস্টেবল নাজমুল ও ফেরাতে আসা স্থানীয় বাসিন্দা শাহীন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকার মাজম আলীর (৪০) বিরুদ্ধে ইয়াবাসহ একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করতে থানা পুলিশের তিন সদস্যের একটি দল অভিযান চালায়। এসময় মাজম আলীসহ আরও তিন মাদক কারবারী প্রতিবেশি মফিজুলের পতিত বাড়ির রান্নাঘরে বসে ইয়াবা লেনদেন করছিল।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাজম আলীসহ অন্যদের ধরতে চাইলে নারী-পুরুষসহ স্বজনেরা পুলিশের উপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে পুলিশের এএসআই ওমর ফারুক, কনস্টেবল নাজমুল ও ফেরাতে আসা স্থানীয় বাসিন্দা শাহীন আহত হন। পরে তাদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর ইবনে কাদের বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে দুইজনকে বাড়ি পাঠানো হয়েছে। অপর একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে জড়িত দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে রাতেই এ ঘটনায় মামলা দায়ের করা হয়।
বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যেই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। এছাড়াও আজ পুলিশ মারার অভিযোড়ে আরো ২জন ভুয়া ডিবি পুলিশ সেজে প্রতারনার দায়ে ৩ জন ও মাদকসহ একজনকে আটক করা হয়েছে । আজ দুপুরে প্রিজন ভ্যানে করে আসামীদের শেরপুর আদালতে পাঠানো হয়েছে ।
মন্তব্য করুন