
		আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোহাম্মদ সেলিম মিয়া।
তিনি ২০১২ সালের ২ এপ্রিল বাংলাদেশ বার কাউন্সিলের এডভোকেট পরীক্ষায় এবং ২০১৫ সালের ১২ এপ্রিল সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের পারমিশন পরীক্ষায় উত্তীর্ণ হন। বর্তমানে তিনি আপিল বিভাগের আইনজীবী। ছাত্রজীবন থেকেই তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতির সঙ্গে যুক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন এবং আন্দোলন-সংগ্রামে অংশ নিতে গিয়ে গ্রেফতার ও নির্যাতনের শিকারও হন।
২০১৪ সালে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-আইন সম্পাদক, ২০২২ সালে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং সর্বশেষ ২০২৫ সালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সুপ্রিম কোর্ট ইউনিটের আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হন তিনি
রাজনীতির পাশাপাশি সেলিম মিয়া এলাকায় সমাজসেবামূলক কাজেও সম্পৃক্ত। তিনি শীতবস্ত্র বিতরণ, অসুস্থ-অসহায় মানুষের চিকিৎসা সহায়তা এবং আর্থিক সহযোগিতাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছেন। একই সঙ্গে জামালপুর জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের রাজনৈতিক মামলায় আইনি সহায়তা দিয়ে আসছেন।
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও দুই কন্যা সন্তানের জনক। জনগণের দোয়া ও সমর্থন নিয়ে এলাকায় উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
মন্তব্য করুন