মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

শ্রীপুরে নয়মাস যাবৎ অবরুদ্ধ বিধবা নারী, মই বেয়ে যাতায়াত

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৩ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:১০ পিএম

গাজীপুরের শ্রীপুরে নয়মাস যাবৎ অবরুদ্ধ বিধবা নারী। করছে মানবেতর জীবনযাপন। মই বেয়ে ওয়াল টপকে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে বিধবা নারী।

নয়মাস যাবৎ বসতবাড়িতে অবরুদ্ধ গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কেওয়া পূর্বখণ্ড গ্রামের বাসিন্দা পঞ্চাশোর্ধ শামসুন্নাহার বেগম কেঁদে কেঁদে কথাগুলো বলছিলেন। তার স্বামী আমিরুল ইসলাম বিগত পাঁচবছর পূর্বে মারা গেছে। ছেলে সাইফুল ইসলাম দিপুকে নিয়ে তার জীবন-সংসার।

ভুক্তভোগী শামসুন্নাহার বেগম বলেন, দীর্ঘ নয়মাস আমি ঘরবন্দী। মই বেয়ে দেওয়াল টপকে ঝুঁকি নিয়ে যাতায়াত করছি। বসতবাড়ির চারপাশে ঘণ কাঠ বাঁশ কাঁটাতারের বেড়া। এক ইঞ্চি জায়গা নেই বসতবাড়ি থেকে বের হওয়ার। দীর্ঘ নয়মাস একটি রাতও ঘুমাতে পারিনা। স্থানীয় প্রভাবশালী নূরুল হুদা বসতবাড়ির চারপাশে বেড়া দিয়ে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে বসতবাড়ি ছেড়ে যেতে। না গেলে রাতে নাকি বুলডোজার দিয়ে বসতবাড়ি ভেঙে গুড়িয়ে দিবে। এক কেজি চাল ক্রয় করে ওয়াল টপকে নিয়ে যেতে হয়।

ভুক্তভোগী নারীর ছেলে সাইফুল ইসলাম দিপু বলেন, দীর্ঘ নয়মাস যাবৎ আমাদের মা ছেলের উপর চলছে নির্যাতন অত্যাচার। কয়েকবার মাকে মারা হয়ছে বসতভিটা ছেড়ে চলে যেতে। কিন্তু মা বাবার বসতভিটে ছেড়ে যাবে না। ২০০৫ সালে বাবার কষ্টে উপার্জিত টাকায় সাড়ে ৩ শতাংশ জমি ক্রয় করে। সে জমির দাম আজ কোটি টাকা। তাই প্রভাবশালীদের লোভ। অভিযুক্ত নূরুল হুদা বলেন, আমি কার নির্দেশনায় করছি এটা তাদের কাছে জানুন। আপনারা বেড়ায় টার্চ করতে পারবেন না। এই জায়গায় যেতে পারবেন না। আমার বিষয়ে তাদের সব জানা আছে। আপনাদের সঙ্গে কোন কথা নেই।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সজীব আহমেদ বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। দ্রুত সময়ের মধ্যে এবিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। অবরুদ্ধ পরিবারকে সব ধরনের আইনী সহযোগিতা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
হবিগঞ্জে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
হবিগঞ্জে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা