মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

মেহেরপুরে কারাভোগী ১৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৫ পিএম

ভারতে অবৈধভাবে প্রবেশকারী ১৮ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্তের ১৪৭ নম্বর আন্তর্জাতিক মেইন পিলারের কাছে তাদেরকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে তুলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এই ১৮ জন বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। অবৈধ পথে ভারতে প্রবেশ করায় তাদের সেখানে আটক করা হয়েছিল।

কুষ্টিয়া বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধীনে থাকা কাজিপুর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার শাহাব উদ্দিন জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা পতাকা বৈঠকের মাধ্যমে এই ১৮ জনকে বিজিবির কাছে হস্তান্তর করেছেন। এরপর তাদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। এ প্রক্রিয়া শেষ হলে তাদের গাংনী থানায় সোপর্দ করা হবে।

এসময় ভারতের গান্দিনা বিএসএফ ক্যাম্পের এসি সুনিল কুমার যাদবসহ উভয় বাহিনীর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশে ফেরত আসা ব্যক্তিরা হলেন

পটুয়াখালীর মেহেদী, চুয়াডাঙ্গার নুরজাহান, নড়াইলের ফরিদ শেখ, ঝিনাইদহের জিসান মণ্ডল ও সাইদুল ইসলাম, চাঁদপুরের খোকন বেপারী, সাতক্ষীরার মাজেদা ঢালী, শামিম হোসেন, মিঠুন ঘোষ, খালিদা সরদার ও মিলন কুমার, রাজশাহীর আব্দুল কুদ্দুস, যশোরের আহমেদ আলী, মৌলভীবাজারের লিটন দেব, চট্টগ্রামের শুভ মজুমদার, ঢাকার স্বাধীন রাজবংশী, মাদারিপুরের মহিউদ্দিন ফকির এবং কুষ্টিয়ার নাসিমা শেখ।

পুলিশের মাধ্যমে তাদের নাম-ঠিকানা নিশ্চিত করে পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
হবিগঞ্জে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
হবিগঞ্জে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা