
		চুয়াডাঙ্গায় প্রতিবেশীদের সাথে বিরোধের জের ধরে আপন দুই ভাই আনোয়ার (৫৫) ও হামজা (৪৫)-কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতরা ছিলেন একই গ্রামের মাঝেরপাড়ার (মৃত) খোদা বক্স মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে আনোয়ার ও হামজা ব্রিজ মাঠে কৃষিকাজে গেলে হঠাৎ করে ৮-১০ জন লোক দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে তাদের ওপর হামলা চালায়। এসময় দুই ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় হামলাকারীরা।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে হামজা এবং পরে আনোয়ার মারা যান।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, দুজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। একজন হাসপাতালে আসার আগেই এবং অপরজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
চুয়াডাঙ্গা দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, নিহতদের সঙ্গে প্রতিবেশীদের পূর্ব থেকে বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরেই মাঠের মধ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
মন্তব্য করুন