মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

আবাসিক হোটেল থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারের লাশ উদ্ধার

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৬ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৩ পিএম

চুয়াডাঙ্গা শহরের আবাসিক হোটেল থেকে মামুনুর রহমান মাসুম (৩৫) নামে এক টেক্সটাইল ইঞ্জিনিয়ারের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে শহরের চুয়াডাঙ্গা আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মামুনুর রহমান মাসুম চুয়াডাঙ্গা পৌর এলাকার সবুজপাড়ার মজিবুর রহমানের ছেলে। তিনি পরিবারের সঙ্গে ঢাকায় বসবাস করতেন।

পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার মামুনুর রহমান তিন বন্ধুকে নিয়ে চুয়াডাঙ্গায় ঘুরতে আসেন এবং আবাসিক হোটেলে ওঠেন। হোটেলের ম্যানেজার সাগর জানান, তারা তিনজনই নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। পরে মামুনুরের দুই বন্ধু চলে গেলেও তিনি হোটেলেই থেকে যান।

ম্যানেজার আরও জানান, মৃত মামুনুর কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। বন্ধুরা তাকে হাসপাতালে নিতে চাইলে তিনি রাজি হননি। শনিবার সকালে হোটেলের চতুর্থ তলা থেকে কান্নার শব্দ শুনে উপরে গেলে দেখা যায়, মামুনুরের স্বজনরা কান্নাকাটি করছেন। এ সময় পরামর্শ দেওয়া হয় তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। পরে দেখা যায়, তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে এবং তিনি মারা গেছেন। এরপর স্বজনরা জরুরি সেবা ৯৯৯-এ কল করলে পুলিশ ঘটনাস্থলে আসে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ হোটেলের চতুর্থ তলার কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে লাশে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি আরও বলেন, ঘটনাস্থলে সিআইডি ও পিবিআইকে ডাকা হয়েছে, তারা তদন্ত করবে। পাশাপাশি পুলিশও বিষয়টি খতিয়ে দেখছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
হবিগঞ্জে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
হবিগঞ্জে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা