মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
ফায়ার সার্ভিসের দগ্ধ ৩ সদস্য আশঙ্কাজনক

সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৮ পিএম

গাজীপুরের টঙ্গীতে রাসায়নিকের গুদামে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ফায়ার সার্ভিসের তিন সদস্যের অবস্থাই আশঙ্কাজনক। সরকারের পক্ষ থেকে তাদের চিকিৎসাসহ সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রোগীদের খোঁজখবর নিতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দগ্ধদের চিকিৎসায় কোনো ধরনের অবহেলা করা হবে না। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। সর্বোচ্চ চেষ্টা করা হবে কেমিক্যাল গুদামগুলো অপসারণের।

বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডা. নাসির উদ্দিন জানান, বর্তমানে ফায়ার সার্ভিসের তিন সদস্য ইনস্টিটিউটে ভর্তি আছেন। তাদের শরীরের ৪০ শতাংশের বেশি পুড়ে গেছে, এজন্য তাদেরকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কামুক্ত হলেও বাকিদের অবস্থা শঙ্কাজনক।

তিনি আরও বলেন, দগ্ধ রোগীদের বিদেশে নেয়া হলে ভালো হতে পারে, আবার জটিলতাও দেখা দিতে পারে। তাই এ বিষয়ে সমন্বিত সিদ্ধান্ত নেয়া হবে।

এ ঘটনায় আরও একজন দগ্ধ আলআমিন হোসেন বাবু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন। তার শরীরের প্রায় ৯৫ শতাংশ দগ্ধ হওয়ায় তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

প্রসঙ্গত, সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গাজীপুরের টঙ্গীর নতুন বাজার রেলগেট সাহারা মার্কেট এলাকায় কেমিক্যাল গুদামে বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বিকাল পৌনে ৪টার দিকে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা ও চার জন ফায়ার ফাইটার দগ্ধ হন। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
হবিগঞ্জে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
হবিগঞ্জে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা