
		যশোরের বেনাপোলে কার্গো ট্রাকসহ বিপুল পরিমাণের ভারতীয় শাড়ী, থ্রি পিচ, ঔষধ, মোটর সাইকেলের টায়ার এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। সবমিলিয়ে আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৫৫ লক্ষ ৬১ হাজার ৯৩০টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকীর নিদের্শনায় বেনাপোল বিওপি হতে অভিযান পরিচালিত হয়। বেনাপোল ভবের বেড় ট্রাক টার্মিনাল এর সামনের রাস্তায় ‘মাগুরা কার্গো সার্ভিস’-এর ট্রাক তল্লাশী করে অবৈধভাবে আনা ১,৪৭৬টি ভারতীয় শাড়ি, ২১৫টি থ্রি-পিস, ২টি মোটর সাইকেলের টায়ার, ১০,৬৯৩টি বিভিন্ন প্রকার ঔষধ, ১টি কার্গো ট্রাক এবং ৭৪,৪৫৫টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রীপাওয়া যায়। এসবের বৈধ কাগজপত্র না থাকায় তাদের জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- শার্শা উপজেলার নামাজ গ্রামের বাবুলের ছেলে চালক ও হেলপার বিল্লাল (৩২), মাগুরা জেলার কলেজ পাড়ার নাদের মোল্লার ছেলে আ. মালেক (৪৬), মাগুরা জেলার শিবরামপুর গ্রামের শুশান্ত কর্মকার ছেলে অন্তর কর্মকার (২৯)। আটককৃতদের চোরাচালানী মালামালসহ আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (SPP, PSC) জানান, আসন্ন দূর্গা পূজা উপলক্ষে ভারত হতে বাংলাদেশে ভারতীয় শাড়ী, থ্রি পিচ, ঔষধ, বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত চোরাচালানী মালামালসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন