
		কুমিল্লা আদর্শ সদর উপজলোর রসুলপুর রেলওয়ে স্টেশনে টাস্কর্ফোসের অভিযান পরিচালিত হয়। অভিযানে বিপুল পরিমান ভারতীয় পণ্য জব্দ করা হয়।
বুধবার সকালে অভিযানের বিষয়টি নিশ্চিত করলেন দশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মীর আলী এজাজ।
বিজিবির এই র্কমর্কতা জানান, গতকল রাতে কুমিল্লা আদর্শ সদর উপজলোর রসুলপুর রেরওয়ে স্টেশনে অভিযান পরিচালিত হয়। অভিযানের বিষয়টি পেয়ে চোরা কারবারিরা ভারতীয় ১৫৮ বোতল অলিভ ওয়েল তলে, ১,১২০ পসি ডরেবনি ক্রিম ৮৬০ পসি স্কনি সাইন ক্রিম ১,৩৩০ পসি জনসন বডিলোশন এবং বাজি ৩,৪০,৬০০ পসি ফলেে পালযি়ে যায়।
পরে নির্বাহী ম্যাজস্ট্রিটে মোঃ সরোয়ার জাহানরে উপস্থতিতে ভারতীয় পণ্যগুলো জব্দ করা হয়। যার বাজার মূল্য ৮৭ লাখ ৭ হাজার টাকা। পরে জব্দকৃত মালামালগুলো আইনানুগ প্রক্রিয়া শেষে কাস্টমসে জমা করা হয়।
মন্তব্য করুন