মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

শুভযাত্রা করলো ভাঙ্গাপুল সোসাইটি

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৬ পিএম

সামাজিক শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা এবং গণমানুষের কল্যাণের উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করলো 'ভাঙ্গাপুল সোসাইটি'।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায়, খুলনা মহানগরীর ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর অফিস সংলগ্ন মদিনা কমপ্লেক্সের সামনে আয়োজন করা হয় এক আলোচনা সভা। সভায় অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্ণালিস্ট- বিএফইউজের সাবেক সহ-সভাপতি রাশিদুল ইসলাম, দৈনিক কালের কন্ঠের খুলনা ব্যুরো চীফ এইচ এম আলাউদ্দিন, সাবেক ওয়ার্ড কাউন্সিলর আর এফ হাসনাহেনা, সোনাডাঙ্গা মডেল থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান এবং বৈশাখী টেলিভিশনের খুলনা জেলা প্রতিনিধি শেখ হেদায়েতউল্লাহ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে একে অপরের মাঝে সুসম্পর্ক এবং শান্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকার পালন করছে সামাজিক সংগঠনগুলো। তেমনই এক সামাজিক ও মানবিক সংগঠন হতে পারে 'ভাঙ্গাপুল সোসাইটি’। এমন সোসাইটির মাধ্যমে ১৬নং ওয়ার্ড অফিস সংলগ্ন ছোট বয়রা ভাঙ্গাপুল এলাকা, খুলনা মহানগরীর অন্যতম আদর্শ বাসোপযোগী হয়ে উঠবে বলে আশা করেন তারা। আগামীর অগ্রযাত্রায় ভাঙ্গাপুল সোসাইটিকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা এবং এর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন অতিথিরা।

ভাঙ্গাপুল সোসাইটির শুভযাত্রা অনুষ্ঠানে যোগ দেন টাইম টেলিভিশনের বাংলাদেশ ব্যুরো প্রধান হাসনাইন জায়েদ, ১৬নং ওয়ার্ড সচিব শেখ শহিদুল ইসলাম পলাশ, স্থানীয় সামাজিক ব্যাক্তিত্ব খালিদ বিন আলম মনা, শফিকুল ইসলাম অপু সহ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
হবিগঞ্জে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
হবিগঞ্জে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা