
		ট্রেনের ধাক্কায় খুলনা পলিটেকনিক ইন্সটিটিউট পাওয়ার বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৭-১০ মিনিটের দিকে খুলনা জংশন রেলওয়ে স্টেশনে ঘটনাটি ঘটে। ওই শিক্ষার্থীর নাম শাকিল। তিনি দিনাজপুরের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে। শাকিল খুলনার বৈকালী এলাকার একটি মেসে বসবাস করত বলে জানা গেছে।
দৌলতপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির আইসি এসআই আজাদ রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ধ্যা ৭-১০ মিনিটের দিকে বেতনা কমিউটর বেনাপোল হতে খুলনা যাচ্ছিল। পলিটেকনিক ছাত্র শাকিল ট্রেন লাইনের পাশ দিয়ে হাটছিলেন। ট্রেন আসার বিষয়টিও ওই ছাত্র টের পায়নি। দ্রুতগামি ট্রেনটি তাকে ধাক্কা দিলে পাশে পড়ে যায় সে। এ সে মাথায় এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত পায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পরবর্তী জংশন স্টেশন মাষ্টার খবর দিলে তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। দিনাজপুরে তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।
মন্তব্য করুন