
		নাটোরের গুরুদাসপুরে রাতের আঁধারে পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার মশিন্দা ইউনিয়নের চরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
পুকুর মালিক কলিমদ্দিন ফকির জানান, রাতে কে বা কারা শক্রতা বসত তার পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে দেয়। এতে পুকুরে থাকা প্রায় ৫ লাখ টাকার মাছ মরে ভেসে উঠে। বৃহস্পতিবার সকালে এঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। দোষীদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত আছে।
মন্তব্য করুন