
		দেশের শিক্ষিত বেকার যুবকদের দক্ষ করে তোলা ও প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পঞ্চগড়ে শুরু হয়েছে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণের জন্য ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৭০৭ জন তরুণ-তরুণী।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে পঞ্চগড় যুব প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি পরীক্ষার প্রথম ধাপে অনুষ্ঠিত হয় লিখিত ও এমসিকিউ পরীক্ষা। উত্তীর্ণ প্রার্থীরা আগামীকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। চূড়ান্তভাবে নির্বাচিত ৭৫ জন ৩ মাস মেয়াদী প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পাবেন। প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালনা করছে দেশের আইটি প্রতিষ্ঠান ‘ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড’।
জানা গেছে, যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে দেশের ৪৮টি জেলায় এই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এটি ইতোমধ্যেই তরুণ সমাজের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অক্টোবর মাস থেকে শুরু হতে যাওয়া এই ৪র্থ ব্যাচের প্রশিক্ষণের জন্য সম্প্রতি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যার ভিত্তিতে পঞ্চগড়ে এই বিপুল সংখ্যক আবেদন জমা পড়ে। প্রশিক্ষণ চলাকালীন প্রতিদিন ২০০ টাকা হারে ভাতা, তিন বেলার খাবার এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ উপকরণ সরবরাহ করা হবে অংশগ্রহণকারীদের।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি দেশের তরুণ প্রজন্মের মধ্যে আত্মকর্মসংস্থান ও প্রযুক্তিভিত্তিক দক্ষতা অর্জনের নতুন দিগন্ত উন্মোচন করছে।
এ সময় ভর্তি পরীক্ষায় উপস্থিত ছিলেন, যুব ও স্ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী মোখলেছুর রহমান, পঞ্চগড় যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক কেএম আব্দুল মতিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা লুতফর রহমান, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড পঞ্চগড়ের কো অর্ডিনেটর মুনছুরা আক্তার, সহকারী কো অর্ডিনেটর কাউসার আহম্মেদ সহ প্রশিক্ষকরা।
মন্তব্য করুন