মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

স্কুলছাত্রী ধর্ষণ, খাগড়াছড়িত সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:১২ এএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৭ এএম

খাগড়াছড়িতে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে জুম্ম ছাত্র-জনতার ডাকা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে।

শনিবার সকাল ৫ টা থেকে সন্ধা ৬ টা পর্যন্ত এ অবরোধ চলবে।

অবরোধের সমর্থনে খাগড়াছড়ি সদরের চেঙ্গী স্কয়ার, জিরোমাইল সহ উপজেলার মধ্যে রামগড়, খাগড়াছড়ি-পানছড়ি সড়কের ভাইবোনছড়ার ছোটনালা,মহালছড়ি-খাগড়াছড়ি সড়কে, দীঘিনালা সড়কে গাছ কেটে, গাছের গুড়ি ফেলে, টায়ার জালিয়ে, ইট ফেলে পিকেটিং করছে অবরোধকারীরা। অবরোধ শুরুর পর থেকে খাগড়াছড়ি জেলায় যানবাহন চলাচল বন্ধ।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রাইভেট পড়া শেষে ফেরার পথে ওই মারমা কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা অজ্ঞাত তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, সেনাবাহিনীর সহযোগিতায় সন্দেহভাজন যুবক চয়ন শীলকে আটক করে আদালতে তোলা হয়েছে। আদালত তাকে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

জুম্ম নারী নিপীড়নের বিরুদ্ধে গতকাল ২৬ সেপ্টেম্বর জুম্ম ছাত্র জনতার ব্যানারে মহা সমাবেশ করে সেনাবাহিনীর টহল গাড়িতে হামলা করে এবং সমাবেশ থেকেই ধর্ষকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দুই দফা দাবিতে আজকে ২য় দফায় সকাল-সন্ধা অবরোধ ঘোষণা করে জুম্ম ছাত্র জনতা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
হবিগঞ্জে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
হবিগঞ্জে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা