মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৭ পিএম

চুয়াডাঙ্গায় মাদক বিরোধী অভিযানে ৫ হাজার ৭০০ পিস ইয়াবাসহ নাজমুল হোসাইন (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা শহরের জোয়ার্দ্দারপাড়ার এজেআর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস লিঃ এর সামনে থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার নাজমুল হোসাইন চুয়াডাঙ্গার দামুড়হুদা রামনগরের মৃত মানোয়ার হোসেনের ছেলে।

পুলিশ সুপার জামাল আল নাসের জানান, জেলার সব ইউনিট একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালাচ্ছে। তারই অংশ হিসেবে শুক্রবার রাতে একাডেমি মোড় থেকে বড়বাজার যাওয়ার পথে জোয়ার্দ্দারপাড়ায় এজেআর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস এর সামনে থেকে নাজমুল হোসাইনকে গ্রেফতার করা হয়। এ সময় তার সহযোগী পালিয়ে যায়।

পুলিশ জানায়, স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে আসামীর হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে খাকি রঙের কসটেপে মোড়ানো ৩০ প্যাকেট থেকে ৫ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
হবিগঞ্জে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
হবিগঞ্জে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা
জামায়াত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় মামলা